দুর্নীতির অভিযোগ
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ বেশ কিছুদিন পালিয়ে ছিলেন। পরে এলাকায় এসে গোপনে দলীয় কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে শূন্য উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের দাবীতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার ৫ দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবগত করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে।